Daily News BD Online

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি ১৫০টি “মুনিয়া পাখি অবমুক্ত করলো


চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

২৪ মে ২০২৩ তারিখ আনুমানিক সকাল ৭টার সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মহানন্দা ব্রীজ চেকপোষ্টে কর্তব্যরত  বিজিবি টহলদল একটি যাত্রিবাহী বাস তল্লাশি করে বাসের বক্সের ভিতরে পাখিসহ ০২টি পাখির খাঁচা খুঁজে পায়। পরবর্তীতে টহলদল বাসের যাত্রীদের কাছে পাখির মালিকানার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে কেউ মালিকানা দাবী না করায় মালিকবিহীন অবস্থায় পাখিগুলো আটক করতঃ চাঁপাইনবাবগঞ্জ বন বিভাগকে অবগত করা হয়। অতঃপর চাঁপাইনবাবগঞ্জ জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যনাথ সরকার এবং চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়কের উপস্থিতিতে আটককৃত ১৫০টি "মুনিয়া পাখি" আকাশে অবমুক্ত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল পাচার দমনের পাশাপাশি বনজ সম্পদ পাচার রোধে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)'র প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন