Daily News BD Online

দেবীদ্বারে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজহারুল বহিষ্কার

কুমিল্লার তিতাসে যুবলীগ নেতা জামাল হত্যাকান্ড : দেবীদ্বারে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজহারুল বহিষ্কার

কুমিল্লার তিতাসে যুবলীগ নেতা জামাল হত্যাকান্ড

তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার (কুমিল্লা) থেকে :
সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. মাজহারুল ইসলাম সৈকতকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১০ মে) বিকেল দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি, যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন রাকিব, গোলাম মহি উদ্দীন সবুজ, ইমরান হোসেন ইমু, গাজী আসিফ বিন লতিফ, মো. আল আমীন ও দিদারুল আলম ফয়েজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানা যায়, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সৈকতের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা উত্তর জেলা শাখার নির্দেশক্রমে তাকে সাময়িক বহিস্কার করা হলো। তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে তাকে স্থায়ী ভাবে বহিস্কার করা হবে।

এর আগে, বুধবার সকালে গত ৩০ এপ্রিল রাতে ঘটে যাওয়া কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেনের হত্যাকান্ড নিয়ে পুলিশের পক্ষ থেকে করা সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, দাউদকান্দি গৌরীপুরে যুবলীগ নেতা জামাল হত্যাকাণ্ডের পর আসামিদের ব্যবহৃত অস্ত্রগুলো একটি ব্যাগে করে দেবীদ্বার উপজেলার নবিয়াবাদ এলাকার মাজহারুল ইসলাম সৈকত নামের এক ব্যক্তির কাছে রেখে আসেন। ডিবি পুলিশ সৈকতকে গ্রেপ্তার করে এবং তাঁর কাছ থেকে দুটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, একটি রিভলবার, ২৪টি গুলি, সাতটি মোবাইল ফোন, দুটি বোরকার নেকাব ও জিনস প্যান্ট জব্দ করে।

এ ঘটনায় পুলিশের তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ওসি রাজেস বড়ুয়া বাদী হয়ে দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম সৈকতসহ সাতজনের নাম উল্লেখ করে চান্দিনা থানায় মামলা করেন।

এর পর আজ বাংলাদেশ ছাত্রলীগের দেবীদ্বার উপজেলা শাখা থেকে তাকে অস্থায়ী বহিষ্কার করা হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন