Daily News BD Online

মণিরামপুরে গরুর ময়না তদন্ত!


মোঃ হাবিবুল্লাহ হুসাইন, মণিরামপুর (
যশোর) থেকে :

যশোর মণিরামপুর উপজেলা খানপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামে অন্যের ঘাসের জমিতে গরু যাওয়ায় ফ্রিজিয়ান জাতের গরুর বাছুর মেরে ফেলাকে কেন্দ্র করে মারপিট ও হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আজ বুধবার ২৪শে মে সকালে আনুমানিক ৯ টার দিকে গরুর বাছুর জয়নালের ঘাসের জমিতে গেলে বাঁশের লাঠি দিয়ে অনাবারত আঘাত করাই গরুর বাছুর টি ঘটনা স্থানে মারা যাই। এ বিষয়ে গরুর মালিক মুন্নি খাতুন (২৮) মণিরামপুর থানায় বাদী হয়ে একটি অভিযোগ করেছেন, অভিযোগ সূত্রে জানা যায়, মৃত খোরশেদ আলী এর ছেলে জয়নাল হোসেন এবং জয়নাল হোসেনের স্ত্রী আচিয়া বেগম দুইজন সহ আরো অনেকে গরুর বাছুর কে বাশের লাঠি দিয়ে মারতে মারতে মেরে ফেলে। এ বিষয়ে মুন্নি খাতুন আরো বলেন আমি ১০ টার দিকে আমার দেবর কে সাথে নিয়ে জয়নাল হোসেনের বাড়িতে যায়  গরু কেন মেরে ফেললো জিজ্ঞাসা করতে গেলে তখন বিবাদীরা ক্ষিপ্ত হইয়া আমাকে ও আমার দেবর কে এলোপাতাড়ি মারধর করে। স্থানীয়রা উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।

মৃত গরুর ময়না তদন্তের জন্য মণিরামপুর উপজেলা পশু হাসপাতালে গরুটিকে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে জয়নাল হোসেন  বলেন, ওরা আমার স্ত্রী ও মা কে মেরেছে। আমি গরু মারিনি, গরু যে মারা গেছে আমি এ বিষয়ে কিছু জানিনা।

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর বাবুল আক্তার বলেন, আমি ঘটনাস্থলে এসে দেখি গরু মেরে ফেলা হয়েছে। পুলিশ তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নিবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।

এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মনিরুজ্জামান বলেন আমরা অভিযোগ পেয়েছি বিষয়টি আমরা তদন্ত করে দেখতেছি দ্রুত আইনগত ব্যবস্থা নিব।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন