Daily News BD Online

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন


ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তীতে কবিগুরুকে স্মরণ করে তাঁর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে নজরুল বিশ্ববিদ্যালয়। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. রিয়াদ হাসান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, কর্মকর্তা পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রামিম আল করিমসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন