Daily News BD Online

শেরপুরের ঝিনাইগাতীতে চাঁদাবাজি বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত


গোলাম রব্বানী-টিটু: (শেরপুর) প্রতিরিধি :

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া বাজারে আজ রোববার সকাল ১১ঘটিকার সময় সর্বস্তরের জনতার ব্যানারে চাঁদাবাজি বন্ধে ও বিচারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । জনতার পক্ষে খেটে খাওয়া শ্রমিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে কয়েকজন বক্তব্য দিয়ে সাংবাদিক জিয়াউল হক জিয়া, মোহাম্মদ আবু হেলাল ও আর এম সেলিম শাহী সাংবাদিকতার নামে চাঁদাবাজি বন্ধ করার দাবি রেখে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান ভূক্তভোগীরা । পরে বাকাকুড়া বাজারে এক বিক্ষোভ করে তাদের নাম ধরে স্লোগান দিয়ে বিচার দাবি করেন । এ ব্যাপারে মোহাম্মদ আবু হেলাল জানান ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্যে কারো ছত্রছায়ায় আমার বিরুদ্ধে এ সব মিথ্যা অভিযোগ করা হচ্ছে । উল্লেখ্য ২০১৬ সালে জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে মানবন্ধন ও উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভায় তার বিরুদ্ধে চাঁদাবাজির রেজুলেশন করা হয় । এ ছাড়াও তার নামে অনেক অভিযোগ রয়েছে যাহা সাংবাদিকতা পেশাকে কুলষিত করে  এ মহান পেশাকে বিতর্কিত করে যাচ্ছে । ঝিনাইগাতীর সিনিয়র সাংবাদিকরা জানান কয়েক বছর পর পর এরকম ঘটনা সাংবাদিকদের জন্যে দু:খজনক । অপ সাংবাদিকতারোধে কিছু প্রদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে এ প্রতিনিধিকে জানান ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন