Daily News BD Online

জুড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৪০


আব্দুল হামিদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) :

জুড়ীতে সিহাব ডেইরী ফার্ম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩০-৪০ জন যাত্রী আহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত যাত্রীদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

রোববার ৭ মে বিকেল সাড়ে ৫ টায় উপজেলার মৌলভীবাজার-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের কন্টিনালা ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বিরতীহীন বাসটি মৌলভীবাজার থেকে যাত্রী নিয়ে বড়লেখার  উদ্দেশ্যে যাচ্ছিল।

জানা যায়, মৌলভীবাজার থেকে প্রায় ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে বড়লেখার উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রীবাহী সিহাব ডেইরী ফার্ম পরিবহনের একটি বাস। যার রেজিস্ট্রেশন নম্বর মৌলভীবাজার-জ ১১-০১৮১। বাসটি দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছার পর বিকেল সাড়ে ৪ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।


দুর্ঘটনার পর এলাকাবাসী আহত ৩৫-৪০ জন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রেরণ করে। পরে খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাকিদের উদ্ধারসহ গাড়িটি তল্লাশি করে যাত্রীদের মালামাল উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর থেকে বাসটির চালক ও সহকারী আহত অবস্থায় পলাতক রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত জুড়ী উপজেলার শিলুয়া গ্রামের শাহারা বেগম (৫০), হরিরামপুর গ্রামের নূর ইসলাম (৫৫), জালালপুর গ্রামের আব্দুস সালাম (৮০) ও বড়লেখা উপজেলার ছুলারকুলী গ্রামের শংকরী বিশ্বাস (২৬) কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে থানার এসআই সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে  হাসপাতালে পাঠানো হয়েছে।

আলাপকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ফারহানা রহমান বলেন, বাস দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। গুরুতর আহত ৪ জন কে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পোষা হাতির আক্রমনে প্রাণ গেল মাহুত রাসেলের।

আব্দুল হামিদ জেলা প্রতিনিধি॥পাহাড় থেকে হাতি আনতে গিয়ে আক্রমণে রাসেল মিয়া (৪০) নামে এক মাহুতের মৃত্যু হয়েছে। রোববার ৭ মে বিকালে জুড়ী ফুলতলা ইউনিয়নের চুঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। রাসেল কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।

রাসেলের সঙ্গে থাকা চিনু মিয়া নামে হাতির আরেক মাহুত জানান, জুড়ীর চুঙ্গাবাড়ি এলাকায় তারা রোববার বিকাল ৪টার দিকে হাতি দিয়ে বাঁশমহালের কাজ করছিলেন। এ সময় কুলাউড়া থেকে হাতি নিতে আসা রাসেল হাতির সামনে গেলে হাতিটি তাকে আক্রমণ করে।

পরে সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, মরদেহ ময়নাতদন্ত করার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন