Daily News BD Online

পাঁচবিবিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত


দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

৭ই মে ওয়ান-এলেভেনের অগণতান্ত্রিক সরকার ফকর উদ্দিন ময়নদ্দিন এর রক্তচক্ষু উপেক্ষা করে স্বদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনা।জননেএীর এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে আজ রবিবার সন্ধ্যায়  উপজেলা ও পৌর  ছাত্রলীগের যৌর্থ আয়োজনে রেল স্টেশন সংলগ্ন (পশ্চিম পাশে) অফিস প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন তালুকদার। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজুর সঞ্চালনায় ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষের আহবানে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দন, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ ফকির, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম জুয়েল প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন