সানোয়ার হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২২-২৩ শিক্ষাবর্ষের 'বি' ইউনিট (মানবিক)-এর ভর্তি পরীক্ষা ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পূর্ণ হয়েছে। শনিবার (২০ মে) দুপুর ১২টা নাগাদ শুরু হয় যা চলে দুপুর ১টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৬টি একাডেমিক ভবনে পরীক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। প্রায় শতভাগ পরীক্ষার্থীর উপস্থিতিতে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম তার সহযোগীদের সাথে করে বিভিন্ন পরীক্ষা হল পরিদর্শন করেন । এসময় প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর সাইফুল ইসলাম, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ইন-চার্জ) ড. আমানুর আমান প্রমুখ তাঁর পরিদর্শন সঙ্গী ছিলেন।
ইবি কেন্দ্রের 'বি' ইউনিট সমন্বয়কারী সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ. কে. এম. মতিনুর রহমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সকল প্রকার অনাকাঙ্খিত ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ফলে পরীক্ষার্থীরাও পরীক্ষার সময় ছিল নিশ্চিন্ত। পরীক্ষায় প্রায় শতভাগ উপস্থিতি লক্ষ্য করা গেছে যা সত্যিকার অর্থেই আশাব্যঞ্জক।
ইবি কেন্দ্রে ৬ হাজার ৮শত ৫০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। ভর্তি পরীক্ষা চলাকালে যে-কোনো ধরণের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে প্রক্টরিয়াল বডি কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় পরীক্ষা কেন্দ্রে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি বলে জানিয়েছেন পরীক্ষা হল কর্তৃপক্ষ। নিরাপত্তা ব্যবস্থা আরো ফলপ্রসূ করতে হলকেন্দ্রিক ক্যাম্পাস ও আশপাশের এলাকাতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তার আওতায় আনা হয়।
ছাত্র হয়রানি বা নকলের মতো অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ছাড়াও ভ্রাম্যমাণ আদালত নিরাপত্তা রক্ষা ও অপরাধ দমনে দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভলেন্টিয়ার সদস্যরাও নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতার জন্য এগিয়ে আসেন তাদের মধ্যে ছিলেন বিএনসিসি, রোভার-স্কাউট সদস্যরা। পরীক্ষার্থীদের সহযোগিতায় প্রবেশ পথে ম্যাপ ও আসনবিন্যাস সম্বলিত বোর্ড স্থাপন করা হয় এর পাশাপাশি পরীক্ষার্থীদের যে-কোনো প্রয়োজনে সাড়া দিতে হেল্প ডেস্কের ব্যবস্থাও রাখা হয়। হঠাৎ অসুস্থতায় তাৎক্ষণিক চিকিৎসার জন্য ছিল জরুরি চিকিৎসা সেবাও।
Tags
বাংলাদেশ