Daily News BD Online

নাগরপুর সদর বাজার ও যমুনা নদী ভাঙ্গন পরিদর্শন করলেন এমপি টিটু


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর সদর বাজার ও যমুনায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। মঙ্গলবার সকালে নাগরপুর সদর বাজার ও বিকেলের দিকে যমুনা নদী ভাঙ্গন পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. মাহাবুর রহমান, নাগরপুর সদর ইউপির সাবেক চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন, ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মো. সজীব মিয়া প্রমুখ। পরে উপজেলার ধুবরিয়া ইউনিয়নের বলরামপুর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি টিটু। যমুনা ভাঙ্গন পরিদর্শন কালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।
ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, অসমেয় নদী ভাঙ্গন দুঃখজনক ব্যাপার। ভাঙ্গন দেখা দেওয়ায় নদী পাড়ের মানুষ গুলো কষ্টে মাঝে দিন যাপন করছে। ইতিমধ্যে ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভাঙ্গন কবলিত এলাকায় স্থায়ীভাবে প্রকল্পের কাজ হাতে নেওয়া হবে। এছাড়াও যমুনা নদীর যে সকল এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে সে সকল জায়গায় ভাঙ্গন রোধে অস্থায়ী ভাবে ব্লক ও জিও ব্যাগ ফেলা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন