Daily News BD Online

নওগাঁ রাণীনগরে খাদ্য গুদামে বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন


এ.বি.এম.হাবিব-
নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় ইরি-বোরো মৌসুমে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩মে) বৈকাল তিনটায় উপজেলার খাদ্য বিভাগের আয়োজনে খাদ্যগুদাম চত্বরে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। তিনি ফিতা কেটে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে এ সময় উপস্তিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবাইদুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল খালেক, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকিসহ অনেকে।

সংশ্লিষ্টরা জানান, উপজেলায় ৩০ টাকা দরে ১৬শ’ ৩ মেট্রিকটন ধান এবং ৪৪ টাকা দরে ৩ হাজার ৭৩ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান অব্যহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন