কিশোরগঞ্জ
নিকলী থানার পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার ৭ মাস পর কিশোরী মোছাঃ
শায়িকা আক্তার কে উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৮ মে) বিকাল৫
টায় ডেমরা দক্ষিণ সানারপাড় এলাকার থেকে তাকে উদ্ধার করা হয়। নিকলী
থানার অফিসার ইনচার্জ মোঃ সরোয়ার জাহান জানায়, গত ০৩ অক্টোবরদুপুরে
নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের নামাহাটি এলাকার থেকে মোঃ জসিম উদ্দিনের
মেয়ে ওই কিশোর মোছাঃ শায়িকা আক্তার(১৪) নিখোঁজ হয়। এ ঘটনায় ভুক্তভোগীর
বাবা বাদী হয়ে গত ০৩/১০/২০২২ নিকলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে
৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। তার মধ্যে চারজন গ্রেফতার
হয়েছে।
ওই মামলার পর কিশোরীকে উদ্ধার করতে জেলার
বিভিন্ন জায়গায় অভিযান চালায় নিকলী থানার পুলিশ। পরে গোপন সূত্রে
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিকলী থানার অফিসার ইনচার্জ মোঃ সারোয়ার জাহানের
নির্দেশনায়, এসআই রিয়াদ ও এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে এএসআই মোহাম্মদ
মাসুদ পারভেজ, কনস্টেবল মোহাম্মদ ইউসুফ কে সাথে নিয়ে একটি টিম ডেমরা
দক্ষিণ সানারপাড় এলাকার থেকে কিশোরী মোছাঃ শায়িকা আক্তার কে উদ্ধার করে।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান শেষে
অপহৃতকে আদালতের নির্দেশে বাবার জিম্মায় প্রদান করা হবে।
Tags
বাংলাদেশ