শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে আটক মো. লিল মিয়া (৬০)। ছবি : প্রতিনিধি |
তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার (কুমিল্লা) থেকে :
কুমিল্লার দেবীদ্বারে ৫ বছর বষসী এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করে কোর্ট হাজতে প্রেরন করেছে পুলিশ। শিশুটি এখনো পুরুষ দেখলেই ভয়ে আঁতকে উঠে। অনেকটাই তাকে বাক প্রতিবন্ধীর আচরণ করতে দেখা যায়।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার ৪ নং আমলী আদালতের ম্যাজিস্ট্রেট তানজিনা আক্তার শুনানী শেষে ভিক্টিমের ২২ ধারায় জবানবন্ধি লিপিবিদ্ধ বরে অভিযুক্ত মো. লিল মিয়া(৬০)কে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
আটক বৃদ্ধ মো. লিল মিয়া (৬০) দেবীদ্বার উপজেলার ৪ নং সুবিল ইউনিয়নের জিন্নতপুর গ্রামের মৃত আফজর আলীর ছেলে।
ঘটনাটি ঘটে বুধবার বিকেল অনুমান সাড়ে ৪ টায় ভিক্টিমের বাড়ির পাশের একটি ধঞ্চে ক্ষেতে।
ওই ঘটনায় ভিক্টিমের মা’ বাদী হয়ে বুধবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার (১১ মে) ভোর রাত ৩ টায় দেবীদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ ধর্ষনের চেষ্টার অভিযোগে ওই ৬০ বছর বয়সী লিল মিয়াকে গ্রেফতার করেন। মামলা নং-১৫/১১২।
স্থানীয় ও ভূক্তভোগীর পরিবারের লোকজন জানান, বুধবার (১০ মে) আসরের নামাজের যাওয়ার পথে লিল মিয়া শিুটিকে খাবার জিনিসের লোভ দেখিয়ে পাশর্^বর্তী ধঞ্চে ক্ষেতে নিয়ে যায়। লিল মিয়া এর আগেও এরকম একাধিক ঘটনায় জড়িত থাকায় এক তরুনী তার পিছু নেয়।
ভূক্তভোগীকে বিবস্ত্র করে তখন ওই তরুনী (ববৃষ্টি) আরো ২ জন তরুনীকে ডেকে এনে হাতেনাতে ধরে ফেলেন। এসময় লিল মিয়া পালিয়ে যায়। আগত তরুনীরা ভিক্টিমকে নিয়ে তার পরিবারের নিকট ঘটনাটি খুলে বলেন এবং পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসাবাদে সে সব জানায়। ওই ঘটনায় ভিক্টিমের বাবা স্থানীয় মাতাব্বরদের কাছে বিচার দাবী করলে সালিসদারগন মিমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে মামলা করতে পরামর্শ দেন।
বৃহস্পতিবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণধর।