Daily News BD Online

নবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি চিরতরে মুছে ফেললেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা


অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর) :


দিনাজপুরের নবাবগঞ্জে ২ নং বিনোদনগর ইউনিয়নে ডাংশের ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে বঙ্গবন্ধুর ছবিতে সাদা রং দিয়ে চিরতরে মুছে ফেলার অভিযোগ ডাংশেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ রাশেদা খাতুনের বিরুদ্ধে।

জানা যায়, নবাবগঞ্জ উপজেলার ডাংশের ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ রাশেদা খাতুন এর বিদ্যালয়ের অল্প কিছুদিন আগেই বিদ্যালয়ে রং দিয়ে ছবির কাজ হয়। এবং বিদ্যালয়ের দেয়ালে ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছবি সেই ছবি সাদা রং দিয়ে প্রধান শিক্ষিকা নিজেই মুছে ফেলেন। এবং এখন তাতে বুঝার উপায় নেই যে সেখানে বঙ্গবন্ধুর ছবি। এ বিষয়ে এলাকায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সবাই চাপা ক্ষোপ প্রকাশ করেন। তবে সচেতন মহল মনে করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জামাত শিবির করেন কি না এটাও দেখার বিষয়। এবং তাকে দ্রুত চাকরি থেকে অব্যাহতি দেয়া উচিত বলে মনে করেন এলাকাবাসী।

এ বিষয়ে ডাংশের ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ রাশেদা খাতুন মুঠোফোনে জানান, সেখানে বঙ্গবন্ধুর ছবি ছিলো না সেখানে একটা ছবি ছিলো অন্য সেটা আমার পছন্দ হয়নি তাই আমি সেখানে সাদা রং দিয়ে মিশিয়ে দিয়েছি।

এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসার এ.কে.এম.আঃ ছালাম জানান, বিষয়টি আমি কিছুই জানিনা তবে সেখানে আসলে বঙ্গবন্ধুর ছবি ছিলো কি না সেটি ভালো ভাবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন