Daily News BD Online

ফরিদপুর নগরকান্দায় স্কুল ছাত্রীর আত্মহত্যা


রিপোর্টার সোহেল আহমেদ :


ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার  শ্রীরামদিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ ম শ্রেণীর ছাত্রী  ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া (পাড়াদিয়া)গ্রামে তাইজদ্দিন শেখের মেয়ে ইতি আক্তার( ১৫) স্কুল থেকে বাড়িতে এসে ঘরের আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
৯ মে মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো স্কুলে যায় এবং পরিক্ষা শেষ করে স্কুল থেকে বাড়ি ফিরে ডিম ভাজা খাওয়া নিয়ে দুই বোনের মধ্যে  জগড়া নিয়ে বেলা প্রায় ৪ টায় আত্মহত্যা করেছে বলে নিহতের স্বজনরা জানায়। ইতির প্রতিবন্ধী বোন সুরমির সাথে ডিম ভাজা নিয়ে দুই বোনের মধ্যে জগড়া হয়।
খবর পেয়ে নগরকান্দা থানার এস আই সেলিম লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের  জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব  মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন বলেন লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট হাতে পেলে হত্যা জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা স্পষ্ট হবে।
তবে এখন থানায় কোন অভিযোগ হয়নি।মেয়েকে হারিয়ে নিহতের পিতা ও মাতা বাকরূদ্ধ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন