Daily News BD Online

মাদারীপুরে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করলেন এমপি: গোলাপ


মোঃ রোমান বেপারী, মাদারীপুর :


মাদারীপুরে চর গোবিন্দপুর সিনিয়র আলিম মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ মে) বিকেলে মাদারীপুর সদর উপজেলার চর গোবিন্দপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর সদর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, মাদারীপুর জেলা শিক্ষা প্রকৌশলী মোঃ তানভীর ইসলাম, কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লোকমান সরদার, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল্লাহ আল মামুন, চর গোবিন্দপুর সিনিয়র আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জহিরুল হক, সাবেক সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক লিয়াকত হোসেন লিটন সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন