Daily News BD Online

নিকলী থানার ওসি মুহাম্মদ মনসুর আলী আরিফ এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


মোঃ হাবিব মিয়া নিকলী (কিশোরগঞ্জ) :

কিশোরগঞ্জ নিকলী থানার ওসি মুহাম্মদ মনসুর আলী আরিফ এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ০৪ মে সন্ধ্যা ৭ টায় থানার হলরুমে এস আই মোহাম্মদ রিয়াদ এর পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন হাফেজ আবদুল বাসির উদ্দিন,

এসময় বক্তৃতায় অতিথিরা বলেছেন মুহাম্মদ মনসুর আলী আরিফ একজন সৎ দক্ষ কর্মবীর। তিনি নিকলী থানায় যোগদান করে থানাকে করেছিলেন দালালমুক্ত থানা। দিয়েছেন ভুক্তভোগীদের সাহস এবং সেবা। তিনি প্রমাণ করেছেন সত্যি পুলিশ জনগণের বন্ধু।
তিনি যোগদান করে নিকলী থেকে মাদক দমনে জিরোট্রলারেন্স ঘোষণা করেছিলেন তা আবার তিনি তার বিচ্ছকনতার পরিচয় দিয়ে বড় বড় বেশ কয়েকটি চালান জব্দ করে তার দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিকলী কে তিনি অপরাধ মুক্ত করতে চেষ্টা করেছিলেন। তিনি নিকলী মানুষের ভাল ভাবে সেবা দিয়েছেন বলে আজ বিদায়ের বেলায় উপস্থিতি থেকে প্রমাণ করে তিনি একজন ভাল কর্মকর্তা। 

তিনি কোন মামলা ও জিডি থেকে নেন নাই কোন টাকা কাউকে হয়রানি। সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে ঘটনার আসল ক্লু উদঘাটন করে মামলায় আসামী করতেন। 


শেষে বিদায়ী অতিথি ওসি মুহাম্মদ মনসুর আলী আরিফ কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি আমার কর্মময় জীবনে নিকলী বাসী থেকে খুববেশি ভালবাসা ও সহযোগিতা পেয়েছি। আমি দায়িত্বের কারণে যেখানে যায় না কেন নিকলী বাসীকে স্মরণ রাখবো। নিকলী বাসীকে আজ অনেক বেশি সম্মানিত করেছেন। তবে আমি এখানে থাকা কালে আমার সাধ্যমত চেষ্টা করেছি আপনাদের সেবা দিতে। রাত নাগাত যখনই ফোন পেয়েছি আমি ছুটে গিয়েছি না হয় পুলিশ ফোর্স পাঠিয়ে সমাধান দিতে চেষ্টা করেছি।

অপরাধীরা যেদলেই হোক না কেন কাউকে ছাড় দিই নাই। সবাই আমাকে প্রাণভরে ভালবেসে নিকলী সেবা ও আইনশৃঙ্খলা সমন্বত রাখতে সহযোগিতা করেছেন বলে আমি এতটুকু করেছি। সব সফলতা আপনাদের কাছে রেখে আর সব ব্যর্থতা আমি মাথা পেতে নিয়ে আজ বিদায় নিচ্ছি। কোন কাজে কর্মে কোন ভুল ক্রুটি হলে এবং কারো মনে আমার অজান্তে কষ্ট দিলে ক্ষমাদৃষ্টিতে দেখবেন। আপনাদের কে যে ভাবে সেবা দিয়েছি আমি যেখানে যায় সেখানেও সেই ভাবে সেবা দিয়ে মানুষের ভালবাসা ও মন জয় করতে পারি সে জন্য আমি ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথি মুহাম্মদ মনসুর আলী আরিফ কে ক্রেষ্ট সম্মাননা প্রদান করেন নিকলী থানা পুলিশের পক্ষ থেকে নতুন ওসি মোঃ সারোয়ার জাহান 
, তদন্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান এস আই 
রিয়াদ, ইকবাল, সোহেল রানা, আমিনুল ইসলাম, নিকলী থানার পুলিশ সদস্যবৃন্দ প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন