নওগাঁর
সাপাহারে পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের পান বোরজের পান গাছ উপড়ে ফেলে ৪
লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে দুবৃত্তের দল। ঘটনাটি সাপাহার উপজেলার
আশড়ন্দ গ্রামের জৈনক মাহতাব উদ্দীন এর পান বোরজে ঘটেছে।
ক্ষতিগ্রস্থ
বোরজ মালিক সূত্রে জানা গেছে বিভিন্ন ব্যবসার কাজে তিনি কায়েক দিন বাড়ির
বাহিরে থেকে বুধবার বাসায় ফিরে পানবোরজ দেখতে গিয়ে পান গাছ উপড়ে ফেলার
দৃশ্য চোখে পড়ে তার। এর পর তিনি বিষয়টি গ্রামবাসী সহ স্থানীয় ইউপি
চেয়ারম্যান, মেম্বারকে ডেকে এনে তার পান বোরজটি দেখান। ঘটনা শুনে
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে ওই পান বোরজে গিয়ে দেখা যায় রাতের অন্ধকারে কে
বা কাহারা বোরজে প্রবেশ করে শত্রুতার জেরে বৃহত্ ওই বোরজের ১০কাট পান গাছ
গোড়া থেকে উপড়ে ফেলে বোরজের ক্ষতিসাধন করে। এসময় বোরজ মালিক মাহতাব
উদ্দীনের সাথে কথা হলে তিনি জানান যে, শত্রুতা করে কে বা কাহারা তার পান
বোরজের পান গাছ তুলে ব্যপক ক্ষতি করেছে। ১০কাট পান গাছ তুলে ফেলায় তার
প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
এবিষয়ে
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির এর সাথে কথা হলে তিনি
জানান যে, এ সংক্রান্ত বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি কেউ অভিযোগ করলে
ক্ষতিয়ে দেখে বিষয়টির প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে। তবে থানায় অভিযোগ
দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বোরজ মালিক মাহতাব উদ্দীন জানিয়েছেন।
Tags
বাংলাদেশ