Daily News BD Online

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শ্যালোইঞ্জিনচালিত ৮ টি ড্রেজার মেশিন জব্দ


এফ এম সিফাত হাসান শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালোইঞ্জিনচালিত ৮ টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। ৮ মে সোমবার সন্ধ্যায় উপজেলার নয়াবিল ও বারোমারি এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাংলা ১৪৩০ বঙ্গাব্দে যেই ঠিকাদারি প্রতিষ্ঠান ভোগাই নদীর বালু মহালের ইজারা পেয়েছে তাঁরা এখনও ইজারার টাকা পরিশোধ করতে পারেনি। তাই বালু মহাল এখন পর্যন্ত ইজারাদারকে বুঝিয়ে দেয়নি প্রশাসন। বর্তমানে ভোগাই নদী থেকে বালু উত্তোলন করা সম্পূর্ন অবৈধ।

পরে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে গত সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রশাসন। ওইসময় উপজেলার নয়াবিল মন্ডলিয়াপাড়া মৌজায় ভোগাই নদীতে বালু উত্তোলনের সময় ৭ টি ও একই নদীতে বারমারি বুরুঙ্গা এলাকা থেকে আরও একটিসহ মোট ৮টি ড্রেজার মেশিন জব্দ করে এনে রাখা হয়েছে। পরবর্তীতে নিলামের মাধ্যমে এসব মেশিন বিক্রি করা হবে।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার ঈফফাত জাহান তুলি বলেন, ইজারার টাকা বাকি থাকায় এখনও বালু মহাল ইজারাদারকে বুঝিয়ে দেওয়া হয়নি। বালুমহাল বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত কেউ বালু তুলতে পারবে না। অবৈধভাবে বালু উত্তোলিন করায় গত সোমবার সন্ধ্যায় ভ্রাম্যনান আদালত পরিচালনায় ৮ টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। পরবর্তীতে নিলামের মাধ্যমে মেশিনগুলো বিক্রি করা হবে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন