বিনোদন ডেস্ক: ইউটিউব চ্যানেল শেকড় ড্রামার ব্যানারে অবমুক্ত হয়েছে তরুণ নির্মাতা শামীম আহসানের পরিচালনায় "এক্স যখন বেস্ট ফ্রেন্ড"।
এন ডি আকাশের রচনায় নাটকটিতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় মডেল অভিনেতা সিয়াম মৃধা, জেবা জান্নাত,রকি খান,ফারজানা জয়া,ইমরান হাসো,প্রিয়াংকা প্রিয়া সহ আরও অনেকেই।রোমান্টিক-কমেডি চমৎকার এই নাটকটি অবমুক্ত হয়েছে শেকড় ড্রামার ব্যানারে। নাটকটি প্রযোজনা করেছেন শেকড় মাল্টিমিডিয়ার কর্ণধার মনির আহমেদ খান।
এক্স যখন বেস্ট ফ্রেন্ড নাটকটি সম্পর্কে নির্মাতা শামীম আহসান বলেন,সারাদিনের ক্লান্ততা শেষে মানুষ চায় ফ্রেশ মন নিয়ে ঘুমাতে। এক্স যখন বেস্ট ফ্রেন্ড এমন একটি মজার নাটক যা মানুষের ক্লান্ততাকে দূর করে দিবে। নাটকটি দেখার পর যে কেউ শান্তিতে ঘুমাতে পারবে। আশাকরি দর্শক আমার কাজটি ভালোবেসে উপভোগ করবে।
Tags
বাংলাদেশ