সাতক্ষীরার দেবহাটা চাঁদপুরে জমি জায়গা বিষয়কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে
হত্যার চেষ্টায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে রিনা খাতুন বাদী হয়ে দেবহাটা
থানায় এজাহার দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, শুμবার ২ই জুন সকাল অনুমান ৬.৩০ ঘটিকার সময় দেবহাটা থানার চাঁদপুর
শেখ পাড়া গ্রামে ভুক্তভোগী জাহাঙ্গীর গং এর μয়ক...ত জমি থেকে জোর পূর্বক কায়েস গং কলাগাছ কাটার সময় বাধা দিলে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে দেশীয় দা, শাবল, লোহার রড, বাশের লাটি দিয়ে বে-
আইনী জনতাবদ্ধে হত্যার উদ্দেশে ̈ মারপিট করে সাধারন জখম, রক্তাত্ব কাটা জখম ̧রুত্বর হাড় ভাঙ্গা জখম,
রক্তাত্ব কাটা জখম সহ জীবন নাশের হুমকিতে জাহাঙ্গীর গং এর বোন রিনা খাতুন বাদী হয়ে দেবহাটা থানায়
মামলা করেন। যার মামলা নং ০১, তারিখঃ ০২/০৬/২০২৩ ইং। এই মামলার আসামীরা হলেন, চাঁদপুর
শেখপাড়া গ্রামের মৃত শেখ এরশাদ আলীর ছেলে, কায়েস হোসেন (২৮), ইমন হোসেন (২২), ইদ্রিস
আলী
(৩৫), আইয়ুব হোসেন (২৬), কামাল হোসেন (২৪)। রিনা খাতুন এজাহারে উল্লেখ করেন, আমার ভাইদের
μয়ক...ত জমিতে লাগানো কলাগাছ থেকে ০১ নং আসামী কায়েস হোসেন জোর পূূর্বক কলা কাটতে শুরু করে।
তখন আমার ভাই জাহাঙ্গীর হোসেন আসামী কায়েসকে কলা কাটতে নিষেধ করিলে বিবাদী কায়েস তার হাতে
থাকা ধারালো দা দিয়ে হত ̈ার উদ্দেশে ̈ আমার ভাই জাহাঙ্গীরের মাথায় লক্ষ ̈ করে কোপ দিলে উক্ত কোপ
মাথার বাম পাশে লেগে ̧রুতর কাটা জখম হয়। আমার ভাই বিবাদী কায়েসর দায়ের কোপে আঘাত প্রাপ্ত হয়ে
মাটিতে পড়ে ডাক চিৎকার করতে থাকলে তার চিৎকার শুনে আমি নিজে, আমার অন ̈ান ̈ ভাই হাফিজুর রহমান,
তৌহিদুর রহমান ও ভাবি খাদিজা খাতুনগণ দৌড়ে গিয়ে বিবাদীর হাত থেকে ভাই জাহাঙ্গীর হোসেনকে রক্ষা
করতে গেলে অন ̈ান ̈ বিবাদীরাও হাতে ধারালো দা, লোহার রড, বাশের লাঠিসহ ঘটনা ̄’লে আগাইয়া আসিয়া
০২ নং বিবাদী ইমন হোসেন তার হাতে থাকা লোহার শাবল দিয়ে হত ̈ার উদ্দেশে ̈ আমার ভাই হাফিজুর এর
মাথা লক্ষ ̈ করে আঘাত করিলে উক্ত জখম হয়। ভাই হাফিজুর বিবাদীর হাতে মারখেয়ে মাটিতে পরে গেলে ০৩
নং আসামী ইদ্রিস আলী এর হাতে থাকা লোহার শাবল দিয়ে হত ̈ার উদ্দেশে ̈ মাথা লক্ষ ̈ করে আঘাত করিলে
মাথা সরিয়ে নিলে উক্ত আঘাত বাম পাশের ঘাড়ে লেগে ̧রুতর হাড় ভাঙ্গা জখম হয়। আমার ছোট ভাই
তৌহিদ ও ভাবি খাদিজা বিবাদীদের হাত থেকে ভাই জাহাঙ্গীর ও হাফিজুরকে রক্ষা করতে গেলে ০৪ নং বিবাদী
আইয়ুব হোসেন ০১ নং আসামী কায়েস এর নিকট থেকে ধারালো দা দিয়ে হত ̈ার উদ্দেশে ̈ তৌহিদুরকে হত ̈ার
উদ্দে ̈শে ̈ মাথা লক্ষ ̈ করে কোপ দিলে উক্ত কোপ তৌহিদুরের মাথার পিছন পাশে লেগে ̧রুত্বর রক্তাত্ব কাটা
জখম হয়। ০৫ নং আসামী কামাল হোসন তার হাতে থাকা লোহার শাবলের ধারালো মাথা দিয়ে খাদিজাকে
হত ̈ার উদ্দেশে ̈ মাথায় লক্ষ ̈ করে আঘাত করিলে উক্ত আঘাত খাদিজার মাথার সামনের অংশে লেগে ̧রুত্বর
রক্তাত্ব কাটা জখম হয়। এবং পুনরায় আঘাত করলে উক্ত আঘাত ডান চোখের উপরি ভাগে লেগে রক্তাত্ব হাড়
কাটা জখম হয়। খাদিজা অচেতন হয়ে মাটিতে পড়ে গেলে ০১ নং আসামী খাদিজাকে চিরতরে পঙ্গু করে
দেওয়ার উদ্দেশে ̈ ধারালো দা দিয়ে কোপ মারিয়া বাম পায়ের হাটুর নিচে রক্তাত্ব কাটা জখম করে। বিবাদীদের
হাতে মার খেয়ে আমার ভাইয়েরা জীবন বাচানোর জন ̈ ডাক চিৎকার করতে থাকলে তাদের ডাক চিৎকার শুনে
উল্লেখিত ̄^াক্ষীগণ সহ ̄’ানীয় অন ̈ান ̈ লোকজন ও আমি নিজে ঘটনা ̄’লের দিকে আগাইয়া আসিলে বিবাদীরা
তাদের হাতে থাকা ধারালো দা, লোহার শাবল, বাশের লাঠি উচু করে উ”চ ̄^রে হুমকি প্রদান করে যে,
পরবর্তীতে সময় সুযোগ পেলে আমার ভাই ও পরিবারের লোকজন দের কে খুন জখম সহ বড় ধরনের ক্ষয়ক্ষতি
করিবে বলে ঘটনা ̄’ল থেকে চলে যায়। আমার ভাই ভাবীদের অব ̄’া আশংকা জনক হওয়ায় ̄^াক্ষীদের
সহযোগীতায় আমি তাদের কে নিয়ে চিকিৎসার জন ̈ দেবহাটা উপজেলা ̄^া ̄’ ̈ কমপ্লেক্সে নিয়ে গেলে তারা
জখমীদের অব ̄’া দেখে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসার ব ̈ব ̄’া করার জন ̈
পরামর্শ প্রদান করে। আমি তখন দ্রুত এ ̈ামবুলেন্স যোগে দেবহাটা উপজেলা ̄^া ̄’ ̈ কমপ্লেক্স থেকে সাতক্ষীরা
মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরী বিভাগে কর্তব ̈রত চিকিৎসক আমার ভাইদের
আঘাতের অব ̄’া দেখে আরো উন্নত চিকিৎসার জন ̈ দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার
জন ̈ পরামর্শ প্রদান করেন। আমি তখন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতল থেকে ২টি এ ̈ামবুলেন্স নিয়ে
ভাই ভাবিদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব ̈ব ̄’া করি। আমার ভাই ভাবিরা
বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিরত অব ̄’ায় চিকিৎসাধীন আছে। আমার ভাই জাহাঙ্গীর ও
ভাবী খোদেজার অব ̄’া খুবই আশংকা জনক। এ মামলার বাদী রিনা খাতুন আরোও বলেন, দেবহাটা থানার
ওসি সহ পুলিশ সুপারের এর কাছে অতি দ্রুত আসামীদের আটক পূর্বক আইনানুগ ব ̈ব ̄’ার গ্রহনের জোর দাবি
জানা”িছ। এ বিষয় দেবহাটা থানার অফিসার ইনর্চাজ নূরুস সালাম সিদ্দিক এর সাথে মুটো ফোনে আলাপ কালে
তিনি এ প্রতিবেদক কে বলেন আসামীরা পলাতক তবে তাদের দ্রুত আটক করার চেষ্টা অব ̈হত আছে।