Daily News BD Online

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাদারীপুরে মানববন্ধন



মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  মাদারীপুরে কর্মরত সাংবাদিকের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) সকালে মাদারীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার দ্রুত করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হত্যাকান্ডের বিচার ও তদন্ত না হলে এবং প্রধান আসামিসহ অন্যান্য আসামিরা গ্রেফতার না হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা দেবে সাংবাদিকরা।  মানববন্ধনে বাংলানিউজের মাদারীপুর প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ এর সভাপতিত্বে ও এটিএন নিউজের মাদারীপুর জেলা প্রতিনিধি এ্যাডঃ জহিরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোঃ গোলাম মাওলা আকন্দ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মনির হোসেন বিলাস, মৈত্রি মিডিয়ার সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি এসএম আরাফাত হাসান, ইনডিপেনডেন্স টেলিভিশনের জেলা প্রতিনিধি রিপন চন্দ্র মল্লিক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ টিভির জেলা প্রতিনিধি বেলাল রিজভী, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি অজয় কুন্ড,  দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি মোঃ মনজুরুল ইসলাম, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আরিফুর রহমান সহ অন্যান্যরা

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন