Daily News BD Online

সোনারগাঁয়ে ক‍্যাপিটাল স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরন ও বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা

 

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সোনারগাঁ ক‍্যাপিটাল স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরন ও বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে পুরস্কার বিতরন ও বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) মোঃ ইব্রাহীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস‍্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মেঘনা ব‍্যাংক লিঃ এর সাবেক ব‍্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসীন মিয়া, মাধ‍্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রকল্প ঢাকার পরিচালক অধ‍্যাপক ডা.খন্দকার মুজাহিদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল ইসলাম ভুইয়া,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,জেলা পরিষদ সদস‍্য আবু নাঈম ইকবাল,হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ‍্যালয়ের সভাপতি মোঃ মঈন উদ্দিন আহম্মেদ বাদল, উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রধান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দৌলতর রহমান,হোসেনপুর ডিগ্রী কলেজের সাবেক সভাপতি আলহাজ্ব এম এ আউয়াল,হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ‍্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ সিরাজুল হক সরকার।

এসময় আরোও উপস্থিত ছিলেন, সোনারগাঁ পৌরসভার মহিলা কমিশনার জায়েদা আক্তার মনি,সোনারগাঁ ক‍্যাপিটাল স্কুল এন্ড কলেজের পরিচালক পীর মোহাম্মদ, পরিচালক মোঃ রাশেদুল হাসান, অধ‍্যক্ষ মোঃ মনসুর আলী, সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন প্রমুখ।

পরে সন্মানিত অতিথিদের  ক্রেষ্ট প্রদান ও ছাত্র/ছাত্রীদের সনদ ও সন্মাননা পুরস্কার প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন