এবছর জাতীয় শক্ষিা সপ্তাহে মাধ্যমকি র্পযায়ে দশেসরো শ্রষ্ঠে শ্রণেশিক্ষিক নর্বিাচতি হয়ছেনে ভােলার হোসনে আরা নাহার। তনিি ভোলার লালমোহন উপজলোর লালমােহন সরকারি মডলে মাধ্যমকি বদ্যিালয়রে সহকারী শক্ষিক। তার প্রতদ্বিন্দ্বী হসিবেে ছলিনে দশেরে আট বভিাগে আটজন এবং ঢাকা মহানগরীর একজন শক্ষিক। এর আগে তনিি উপজলো, জলো ও বভিাগে মাধ্যমকি র্পযায়রে শ্রষ্ঠে শ্রণেশিক্ষিক নর্বিাচতি হন। হােসনে আরা নাহার জানান, বাচাই কমটিি তার শক্ষিাগত যোগ্যতা, শক্ষিকতার অভজ্ঞিতা, বষিয়ভত্তিকি জ্ঞান ও নষ্ঠিা, সৃজনশীল প্রশ্নপত্র তরৈরি দক্ষতা, সহযোগতিার প্রবণতা, চারত্রিকি দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, পশোগত গবষেণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবধি বষিয়রে ওপর ববিচেনা করে তাকে দশেসরো শ্রষ্ঠে শ্রণেশিক্ষিক হসিবেে ঘোষণা করছে। শক্ষিা মন্ত্রণালয়রে মাধ্যমকি ও উচ্চশক্ষিা বভিাগ মঙ্গলবার (৬ জুন) হোসনে আরা নাহারকে মাধ্যমকি র্পযায়রে দশেসরো শ্রষ্ঠে শ্রণেশিক্ষিক নর্বিাচতি করা হয়। তনি বলনে, জাতীয় র্পযায়ে শ্রষ্ঠে শ্রণেশিক্ষিক নর্বিাচতি হয়ে আমি আনন্দতি। কারণ এতে নজিরে যোগ্যতা প্রমাণ করতে পরেছে। এর মাধ্যমে সারাদশেরে কাছে ভোলা জলোর সুনাম অক্ষুন্ন রখেছে।
ভোলা প্রতনিধিঃ
Tags
বাংলাদেশ