Daily News BD Online

গাইবান্ধা পলাশাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬০ বোতল ফেন্সিডীল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


শামীম পারভেজ, গাইবান্ধা সংবাদদাতাঃ

গাইবান্ধা পালাশবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬০ বোতল ফেন্সিডীল  সহ ২ জন কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পালাশবাড়ী থানা পুলিশ,অদ্য ০৫-০৬-২০২৩খ্রি: গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো: কামাল হোসেনের দিক নির্দেশনা মোতাবেক পালাশবাড়ী থানা এলাকায় মাদক মুক্ত করার লক্ষে পালাশবাড়ী থানা অফিসার ইনর্চাজ মো:মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে এস আই রাজু ইসলাম এর নেতৃত্বে সঙ্গিয় ফোর্স সহ পালাশবাড়ী পৌরসভার অন্তগত বাঁশকাটা মৌজাস্থ ব্রাক মোড়ের পূর্ব পাশে রংপুর টু বগুরা মহাসড়কের উপর গাড়ী চেকিং ডেউটি করাকালে দুপুর ১১টা ১৫ মিনিটে রংপুর টু রাজশাহীগামী বিআরটিসি ,যাত্রীবাহি বাস যাহার রেজি:নং ঢাকা -ব -১৫-৫৯৫৩ থামিয়ে চেকিং করার সময় মো::আব্দুল্লাহ আল মামুন(৩৪)পিতা,মৃত,আবুল হোসেন সাং,হরিশপুর মধ্যপারা,থানা তানোর,জেলা রাজশাহী,এর হেফাজতে থাকা ১০০ বোতল ফেন্সিডীল ও মো:হাসিবুল ইসলাম টুটুল (২৯)পিতা,মৃত, ওয়াহেদ আলী এর হেফাজতে থাকা ৬০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয় দুইজনের কাছে সর্বমোট ১৬০ বোতল ফেন্সিডীল সহ গ্রেফতার করে পালাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে  মামলা করে বিজ্ঞ আদালতে সোর্পদ করে,যার মামলা নং ০৫-০৬-২০২৩,ধারা -৩৬(১)এর ১৯(ক)৪১,পলাশবাড়ী থানা অফিসার ইর্নচাজ মো: মাসুদ রানা বলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর নির্দেশ ক্রমে বাংলাদেশ কে মাদক মুক্ত করার ঘোষনায় বাংলাদেশ পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ  তারেই ধারবাহিকতায় গাইবান্ধা জেলা পুলিশ সুপার এর দিক নির্দেশনায় পালাশবাড়ী উপজেলা কে মাদক মুক্ত রাখার জন্য সর্বদা সজাগ পালাশবাড়ী থানা পুলিশ, মাদক সহ যে কোন অপরাদ নির্মূলে পালাশবাড়ী থানা পুলিশ সর্বদা সজাগ আর এই মাদক নির্মূলে অভিযান অব্যহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন