Daily News BD Online

নিকলীতে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ


নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জ নিকলীতে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে হাঁস, মুরগি, ছাগল, ঘরসহ অন্যান্য উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮জুন)২০২৩ সকাল ১১ টায় নিকলী উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে, নিকলী উপজেলা প্রাণিসম্পদ আয়োজনে, নিকলী উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতায়,উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভীন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউ ডি এফ দূর্গা রানী সাহা, এ সময়ে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান মো: রুহুল কুদ্দুস ভূঞা (জনি), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ আবু হানিফ, উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, নিকলী উপজেলা প্রকৌশলী কর্মকর্তা শামসুল হক রাকিব,বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ আবু বাক্কার ছিদ্দিক, উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারী সার্জন ডাঃ কে.এম তানজিম নাঈম, উপজেলা প্রাণিসম্পদ  লাইভস্টক এক্সটেনসন অফিসার ডাঃ আব্দুর রউফ,উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এল এফ এ মোঃ আবুল কালাম আজাদ,  উপজেলা প্রাণিসম্পদ দপ্তর   ও ভেটেরিনারি হাসপাতাল এলএফএ মোঃ ফারুক মিয়া,   সাংবাদিক জয়দেব আচার্য, সাংবাদিক আব্দুর রহমান রিপন, সাংবাদিক মোঃ হাবিব মিয়া,হাওর অঞ্চলে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সকল সুফলভোগী প্রমুখ।

নিকলী উপজেলা সাতটি ইউনিয়নে সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ হিসাবে ছাগল পালনকারী
সুফলভোগী ১২৫টি জনপ্রতি ২টি করে ছাগল  মোট২৫০টি,ভেড়া পালনকারী সুফলভোগী ১২৫টি জনপ্রতি ২টি করে ভেড়া মোট ২৫০ টি,মুরগী পালনকারী সুফলভোগী ৫০০টি জন প্রতি ১৫ টি করে মুরগি মোট ৭৫০০ টি, ১ টি করে ঘর মোট ৫০০ টি,হাঁসপালন কালনকারী সুফলভোগী ৩৬৬ টি জনপ্রতি১৫টি করে হাঁস মোট ৫৪৯০টি একটি করে ঘর মোট ৩৬৬ টি,ঘাস চাষী সুফলভোগী ৭০টি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন