নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা এলাকা থেকে ৪৭ হাজার ৪০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হল সাঈদ ইসতিয়াক(৩৮), দৌলত আজিম সুমন (৪১), মজিবুল (৩২) ও লেডি টিকটকার ইয়াবা মিম আক্তার (১৯)।
সোনারগাঁ থানার এসআই ইমরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান-৭ ও চেকপোস্ট-৭ এর যৌথ অভিযানে আমি এবং এএসআই শরীফ হোসেনসহ সঙ্গীয় ফোর্স মেঘনা টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোষ্টে অভিযান পরিচালনা কালে একটি সাদা রংয়ের প্রাইভেটকার কে থামানোর চেষ্টা করলে গাড়ি হইতে ৩ জন ব্যক্তি বাহির হইয়া দৌড় দিলে তাৎক্ষণিক উপস্থিত পুলিশ সদস্যরা ধাওয়া করিয়া গাড়িসহ,গাড়ির ড্রাইভার ও পলায়নরত তিন ব্যক্তিসহ সর্বমোট ৪ জনকে গ্রেফতার করি। এসময় তাদের কাছ থেকে ৪৭ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার ও একটি প্রাইভেট কার ঢাকা মেট্রো গ -৪৯ -৩৩৪১ জব্দ করা হয়।
এবিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান,ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
Tags
বাংলাদেশ