সানোয়ার হোসেন, ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাসেল আলী সভাপতি এবং পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. পারভেজ আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার (৩১ মে) চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সদ্য বিদায়ী সভাপতি মোঃ সাফফাত হোসেন শিশির ও সাধারণ সম্পাদক সাকির হোসেন স্বাক্ষরিত প্যাডে নব্য কমিটি ঘোষণা করেন। আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।কমিটির অনুমোদন দেন সংগঠনটির উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল এবং সংগঠনটির উপদেষ্টা ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন।
এছাড়াও কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সাব্বির আহমেদ শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তিতাস ও সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম।
দায়িত্বপ্রাপ্ত নতুন সভাপতি মোঃ রাসেল আলী বলেন, আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ১৭৫ একরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতিকে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে জেলা সমিতি পাশে থাকবে এবং সকলের সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব।
Tags
বাংলাদেশ