ফারুক মিয়া জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে সৎ পিতা কর্তৃক স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষন্ড পিতাকে গ্রেফতার করেছে পুলিশ।
লোমহর্ষক ঘটনাটি ঘটেছে ২৭ মে শনিবার দিবাগত রাত আনুমানিক ৮টার সময় উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ের নয়াগ্রাম সাকিনস্থ আলী রহমানের সেচ মেশিনের পাশে পাট খেতের ভিতর।
জানাগেছে,নাজিরপুর গ্রামের আব্দুর রহমান দীর্ঘ দিন ধরে তার সৎ মেয়ে (স্কুল ছাত্রী) ধর্ষণ করে আসছিল।
এবিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় তার স্ত্রী সিমা আক্তার বাদী হয়ে একটি অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে গত ২৮/০৫/২৩ তারিখে মামলা রুজু হয় এবং পহেলা জুন বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষক সৎ পিতাকে আটক করে এসআই জুয়েল বর্মণ।
দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর জানান এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত ২০২০) ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করার অপরাধে গ্রেফতারকৃত আব্দুর রহমানকে আজ শুক্রবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Tags
বাংলাদেশ