Daily News BD Online

চট্টগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১


মোঃ গিয়াস উদ্দিন লিটন, চট্টগ্রাম :

চট্টগ্রাম নগরীর  পাহাড়তলী থানা এলাকার নতুন বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আজাদ (৩৫) নামে একজন নিহত হয়েছেন। আজ রোববার (২৮ মে) ভোরে এ ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসীরা।
সরেজমিন পত্রিকার প্রতিবেদন কে নিহত আজাদের ভাই মতিন এই বিষয়ে বলেন, এলাকার একটি জায়গার কেয়ারটেকারের দায়িত্ব পালন করতো আমার ভাই। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জায়গাটিতে কয়েকজন প্রস্রাব করতে গেলে আমার এক ভাই তাদের বাধা দেন। একপর্যায়ে তাদের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। কিছুক্ষণ পর আজাদও ঘটনাস্থলে পৌঁছেন। বাগ-বিতণ্ডার একপর্যায়ে কেয়ারটেকার ও তার ভাই আজাদকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায় অভিযুক্তরা। আজ সকালে পানির কলের উসমান ফোন করে আমার ভাই আজাদকে ঢেকে নিয়ে যায়। পরে জানতে পারি ওসমান ফয়সাল রাজু ও আরো কয়েক জন মিলে আজাদ ঐখানে যাওয়ার সাথে সাথে ওকে এলোপাথাড়ি চুরি দিয়ে মারাত্মক আহত করে। আমার ভাই দৌড়ে আমাদের ঘরের কাছে চলে আসে, আমরা সবাই ওকে নিয়ে হাসপাতাল যাওয়ার পথে সে উক্ত বিষয়টি আমাদের জানায় এবং আজাদের কথাগুলোর ভিডিও বক্তব্য আছে। নিহতের ভাই মতিন আরো বলেন- নতুন বাজার মোড়ে রাস্তা পাশে অনেক জন গরীব মানুষ বিভিন্ন দোকান করেন। ওসমান,ফয়সাল,রাজু গংরা ফুটপাতের ঐ দোকানগুলো থেকে জোর পূর্বক চাঁদা আদায় করতো। আমার ভাই উক্ত বিষয়ে ওদের বাধা দেওয়ার পর থেকে ওরা ওর ক্ষতি করার চেষ্টা করছে। আমরা এই পরিকল্পিত হত‍্যার বিচার চাই।

মতিন আরো বলেন অভিযুক্তরা সবাই প‍্যানেল মেয়র আব্দুস সবুর লিটনের ছোট ভাই খোকনের অনুসারী।

এই বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ডেইলি নিউজ বিডি অনলাইনকে বলেন, উক্ত ঘটনার মামলা হয়েছে, হত্যাকাণ্ডে ৬ থেকে ৭ জন অংশ নেয়। তাদের নাম শনাক্ত করতে পেরেছি, গ্রেফতার করার জন্য  অভিযান চলছে তাই এখন ওদের নাম বলা যাবেনা।  হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন