মোঃ হাবিব মিয়া (কিশোরগঞ্জ) :
'তামাক নয়, খাদ্য ফলান' (Tobacco crops lead to less food on tables) এই প্রতিপাদ্যকে সামনে রেখে
কিশোরগঞ্জ নিকলীতে'বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ মে) বিকাল ৩টায় নিকলী উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে, আলোচনা সভ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভীন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউ ডি এফ দূর্গা রাণী সাহা, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতিলতা বর্মন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোহাম্মদ তানজিল নাঈম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমেন্ডার আবু বক্কর সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাক্তার সোহাগ মিয়া, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর বাতেন চৌধুরী, সাংবাদিক জয়দেব আচার্য, সাংবাদিক মোঃ হাবিব মিয়া, উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তৃবৃন্দ প্রমুখ।
সভায় উপস্থিত বক্তারা বলেন, ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যয় তামাক নিয়ন্ত্রণে আমাদের মূল শক্তির জায়গা। কিন্তু তামাক কোম্পানিগুলো নানা বিভ্রান্তিকর প্রচারণা এবং এর স্ব-পক্ষে একাধিক যুক্তি উপস্থাপন করছে। এমনকি সাধারণ জনগন, গণমাধ্যম ও সরকারের নীতিনির্ধারনী পর্যায়েও তারা প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এক্ষেত্রে গণমাধ্যমকর্মীরা আরও তথ্যবহুল ও গবেষণাধর্মী লেখনীর মাধ্যমে তামাক নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা ও কোম্পানির মিথ্যাচার সংক্রান্ত বিষয়গুলো সরকার ও সাধারণ জনগণের সামনে তুলে ধরতে পারেন।
সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন পয়েন্ট অফ সেলে ই-সিগারেট ব্যাপকভাবে প্রদর্শিত হচ্ছে যা তরুণ প্রজন্মকে ব্যপকভাবে আকৃষ্ট করছে। এছাড়া, ইউটিউব ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত নাটক, সিনেমায় তামাকজাত দ্রব্যের অহেতুক ব্যবহার আদতে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনের-ই সামিল। এ বিষয়ে মনিটরিং বৃদ্ধি করা জরুরী। যত্রতত্র তামাকজাত দ্রব্যের বিক্রয় হ্রাস করতে সিটি কর্পোরেশনের সহায়তায় বিক্রেতাদের জন্য লাইসেন্সিং ব্যবস্থা বাধ্যতামূলক করা সম্ভব হলে তামাকের বিক্রয় ও ব্যবহার অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
Tags
বাংলাদেশ