নিজস্ব প্রতিবেদক :
প্রেস ইনষ্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র সাবেক শিক্ষার্থীদের নিয়ে (গণমাধ্যমে কর্মরত) গঠিত হয়েছে পিআইবি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। সভাপতি হয়েছেন লায়ন্স টিভির ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ বেতারের ঘোষক মো. শাহাবুদ্দিন মাহতাব (সাবেক কর্মস্থল- দেশ টিভি, রেডিও টুডে, আজকের পত্রিকা)। সাধারণ সম্পাদক হয়েছেন তথ্য মন্ত্রণালয় থেকে নিবন্ধিত অনলাইন পোর্টাল বাংলা আওয়ার ডট কমের নির্বাহী সম্পাদক মাহমুদ সোহেল (সাবেক কর্মস্থল- এস এ টিভি, দেশ টিভি, আজকের পত্রিকা, নিউ নেশন, রেডিও তেহরান)।
সহ-সভাপতি, বার্তা সংস্থা ইউএনবি’র সিনিয়র সাংবাদিক রুমি আকতার পলি, যুগ্ম সাধারণ সম্পাদক, মো. সাদিকুল ইসলাম-সজিব সাদিক (মাছরাঙ্গা টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি (মোহনা টেলিভিশন), অর্থ সম্পাদক তসলিমা খাতুন (মফস্বল সম্পাদক- দৈনিক জবাবদিহি), দপ্তর সম্পাদক মো. আপেল মাহমুদ (সম্পাদক ও প্রকাশক- খোলাকলম), প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদা পারভেজ ছন্দা (দৈনিক সংবাদ), প্রশিক্ষণ সম্পাদক ফরিদুল ইসলাম (দৈনিক খবরপত্র), সাংস্কৃতিক সম্পাদক শ ম আমীরুল ইসলাম শাহ্ রাজন (দৈনিক সংবাদ সারাবেলা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক গোলামুন্নবী জায়েদ (নিউজ ২৪ টিভি), কল্যাণ সম্পাদক নুরুল হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুজাহিদ শুভ (এখন টিভি), নারী বিষয়ক সম্পাদক ইসমাত আরা পলি (বাংলা ৫২ নিউজ), আইন বিষয়ক সম্পাদক মো. সাইদুল ইসলাম (এশিয়ান টিভি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্টেফান রোজারিও (ইউনিয়ন অব কাথলিক এশিয়ান নিউজ), সমাজ সেবা সম্পাদক সাইদ রহমান (কালবেলা)।
এছাড়াও ২৪ জন কার্য নির্বাহী কমিটির সদস্য হয়েছেন। মোট ৪১ সদস্যের এই কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবে।
Tags
বাংলাদেশ