শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে 'আসুন গাছ লাগাই পরিবেশ বাছাই এই হোক পরিবেশ দিবসের অঙ্গীকার' স্লোগানে জলবায়ু পরিবর্তন ও এর বিরূপ প্রভাবে জৈববিচিত্র মারাত্মক হুমকির মুখে পড়ায় পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্রতি বছরের ন্যায় এবারও ২০০ ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপণ ও বিতরণ করে মইনীয়া যুব ফোরাম গাজীপুর।
সোমবার (৬ জনু) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নে প্রতিষ্ঠাতা মহান মুর্শিদ শাহ্ সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী (মাঃ জিঃ আ) নির্দেশে এ মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জুনায়েদ সিদ্দিকী-এর নেতৃত্বে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার বি এস পি সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, শ্রীপুর উপজেলা যুব ফোরাম এর সাধারণ সম্পাদক মোঃ ইমরোজ মিয়া, যুব ফোরাম এর সদস্য মোঃ মজিবুর রহমান, মো: ইয়াসিন আরাফাত, মোনাইম সিদ্দিকী, হাবিবুর রহমান সহ নেতৃবৃন্দ।
সাধারণ জনগণ নিজ হাতে বৃক্ষ রোপন ও চারা গাছ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।
Tags
বাংলাদেশ