Daily News BD Online

নবাবগঞ্জে রোহিঙ্গা ক্যাম্প থেকে ভোটার হতে এসে হাতেনাতে এক রোহিঙ্গা নারী আটক


অলিউর রহমান মেরাজ :


দিনাজপুরের নবাবগঞ্জে নির্বাচন অফিসে ভোটার হতে এসে উম্মে কুলসুম (২৫) নামে এক রোহিঙ্গা নারী আটক হয়েছে। সে কক্সবাজারের টেকনাফ ২৭নং ক্যাম্পের নুরুল আলমের মেয়ে। গতকাল বুধবার পুলিশ উপজেলা নির্বাচন অফিস থেকে তকে আটক করে।

জানা যায়, উম্মে কুলসুম প্রায় ১৬ দিন আগে নবাবগঞ্জ উপজেলার ১নং জয়পুর ইউনিয়ন পরিষদের অফিস সহকারি ও একজন ইউপি সদস্যের সহযোগিতায় ওই এলাকায় অবস্থান করে। এরপর তাদের সহযোগিতায় সে ওই ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধনসহ নাগরিকত্ব সনদ ও চেয়ারম্যানের সুপারিশ পত্র গ্রহণ করে। সব কাগজপত্র নিয়ে গত বুধবার ওই নারী উপজেলা নির্বাচন অফিসে জয়পুর ইউনিয়নের ভোটার হতে আসে। ভোটার হতে আসা ওই নারীর কথাবার্তায় সন্দেহ হলে নির্বাচন অফিসার বিষয়টি থানা পুলিশকে জানান। সংবাদ পেয়ে পুলিশ ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, ওই রোহিঙ্গা নারীকে আটকের পর তার পরিচয় নিশ্চিত হয়ে পুলিশি হেফাজতে তাকে গত বুধবার রাতে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন