ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে কপালী ওরফে সাইফুল (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী গঙ্গানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে চার (৪) কেজি গাঁজা জব্দ করা হয়। পরে শনিবার দুপুরে পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।
গ্রেপ্তার হওয়া কপালী ওরফে সাইফুল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আউজিয়া (পশ্চিমপাড়া) গ্রামের সুরুজ আলীর ছেলে। সে বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার শিয়াচর (দক্ষিণ শিয়াচর) গ্রামের বাসিন্দা।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এস.আই) সাইফুল ইসলাম। এছাড়া উপপরিদর্শক (এস.আই) মোহাম্মদ সৌরভ হোসেন এ অভিযানে সহযোগিতা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, গ্রেপ্তার হওয়া মাদক কারবারি কপালী ওরফে সাইফুলের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
Tags
বাংলাদেশ