Daily News BD Online

বাঘড়া'য় সরকারি খাল দখল


মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নে সরকারি খাল দখল করে বিল্ডিং নির্মাণের কাজ চলছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারী খাল ভড়াট করে নিজের ক্রয়কৃত জমির সাথে একত্রিত করে নিজের জমি বানিয়ে ড্রেজার দিয়ে ভড়াট করে  পাকা বাউন্ডারি তৈরী করে সেখানে স্থাপনা তৈরীর পায়তারায় মেতে উঠেছেন পূর্ব বাঘড়া গ্রামের মরহুম চান্দু মোল্লার ছোট ছেলে জসিম মোল্লা।

তিনি বাঘড়ার আলোচিত ফাইভ মার্ডার মামলার সাজা পাপ্ত আসামী। এযেনো দেখার কেউ নেই। বাঘড়া আল আমীন সদর রাস্তার পাশে সরকারী জমি সাজাপ্রাপ্ত একজন আসামী দখল করে বিল্ডিং নির্মাণ হচ্ছে প্রশ্ন এলাকাবাসীর।

এবিষয়ে শ্রীনগর উপজেলা কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক বলেন, আমি ব্যবস্থা নিচ্ছি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন