এ.বি.এম.হাবিব-
নওগাঁ জেলার মান্দা উপজেলায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা সহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
শুক্রবার (২৩ জুন) সকাল ১১টার সময় উপজেলার দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মান্দার সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান গামা, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাড. আবদুল মান্নান ও আবদুল লতিফ শেখ, সহ-সভাপতি অনুপ কুমার মহন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজা মোর্শেদ, যুবলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার মহন্ত, শ্রমিক লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক নওসাদ আলী, মহিলা যুবলীগের সভাপতি মাহবুবা সিদ্দিকা রুমা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক এস,এম গোলাম আজম । অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tags
বাংলাদেশ