স্টাফ রিপোর্টার :
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন এক নং শ্রীকাইল ইউনিয়ন এর ভাঙ্গানগর গ্রামে বিক্রিত জমি রেজিঃ না দিয়ে প্রতারণা করে অন্য জনের নিকটে বিক্রি করার অভিযোগে মানববন্ধন করেছে গ্রামবাসী।
বৃহস্পতিবার সকালে ভাঙ্গানগর গ্রামবাসীর আয়োজনে পিপড়িয়া কান্দা বাজারে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভাঙ্গানগর গ্রামবাসীর মধ্যে আবুল হোসেন, আজিজুল হক,মাওলানা আব্দুল হাকিম,সাবেক মহিলা মেম্বার জেবু আক্তার,শাহজাহান মিয়া,ধন মিয়া, মুজিবুর রহমান, কালা মিয়াসহ আরো অনেকে, বক্তারা বলেন গত ২৯/০৮/১৯৮৯ সালে ভাঙ্গানগর গ্রামের মৃত ছোবহানের ছেলে মৃত আব্দুল খালেক মিয়ার কাছ থেকে ১৫ শতক জমি নগদ মূল্যে ক্রয় করেন একই গ্রামের মৃত রোছমত আলীর ছেলে আজিজুল হক, শামসুল হক ও শাহজাহান মিয়া,জমির মালিক আব্দুল খালেক মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পরলে তিনি আজিজুল হকসহ সাক্ষীগণ কে বলেন আমি অসুস্থ এখন মুরাদনগর গিয়ে দলিল দেওয়া সম্ভব নয়, তোমরা দলিল লিখক এনে স্ট্যাম্পের মাধ্যমে একটি দলিল করে রাখ, আমি সুস্থ হলে দলিল করে দিব, আর না হয় আমার ছেলে হানিফ মিয়া তোমাদের কে পরে দলিল করে দিবে, এর কয়েক দিন পর আব্দুল খালেক মিয়া মৃত্যু বরণ করেন, তার ছেলে তখন প্রবাসে থাকায় দলিল নিতে পারিনী, হানিফ মিয়া প্রবাস থেকে দেশে আসলে দলিল দেম দিচ্ছি করে ঘুরাইতে থাকে এবং দীর্ঘ প্রায় ৩০ বছর আজিজুল হক তার তিন ভাইয়ের দখলে জমিটি ছিল, কয়েক বছর পূর্বে হানিফ মিয়া গোপনে জমিটি অন্য জনের নিকটে বিক্রি করে দিলে তারা জোড় করে জমিটি দখল করে নেয়,সামাজিক ভাবে এবং চেয়ারম্যান অফিসে কয়েকবার চেষ্টা করে ও অভিযুক্ত হানিফ মিয়া কে সমাধানের জন্য বসানো জায়নি, গত সপ্তাহে বাঙ্গরা বাজার থানায় হানিফ মিয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করলে থানায় ২ পক্ষ কে বসে সামাজিক সালিসি বসার চেষ্টা করলে হানিফ মিয়া তাতে রাজি হয়নি, এ ব্যপারে ভুক্তভোগী শাহজাহান মিয়া বলেন তার বাবার নিকট থেকে আমরা জমি কিনে দীর্ঘ প্রায় ৩০ বছর আমাদের ভোগদখলে থাকার পর হানিফ মিয়া কি ভাবে আমাদের সাথে প্রতারণা করে অন্য জনের নিকটে জমি বিক্রি করে দেয়? আমি তার বিচার চাই। এ ব্যপারে অভিযুক্ত হানিফ মিয়া সাংবাদিকদের দেখে দোকান থেকে সরে পরেন।
Tags
বাংলাদেশ