নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দো’য়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গবার সকালে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রঙ্গণে এ শাহাদৎ বার্ষিকীর আয়োজন করে উপজেলা সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ। উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোজ্জামেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য নূর মোহাম্মদ খান, ব্যারিস্টার নুসরাত খান, উপজেলা বিএনপি’র সহ-সাধারন সম্পাদক একে এম ফরিদুজ্জামান কহিনুর, সদস্য তোফাজ্জল হোসেন, সহবতপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো, আলাউদ্দিন আলাল, ধুবড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মো. মানিক মিয়া, সিদ্দিক মিয়া, সাবেক এজিএস তাজুল ইসলাম. মো. মনজুল মোর্শেদ হুরমুজ , হামিদুল রহমান দুলাল প্রমুখ। এ সময় সুশীল সমাজের গণ্যম্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Tags
বাংলাদেশ