Daily News BD Online

বোরহানউদ্দিনে কিশোরীদের কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত


ভোলা  প্রতিনিধিঃ
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এবং গ্লোবাল আ্যফেয়ার্স কানাডার আর্থিক সহযোগিতায় সুশীলন বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের আওতায় ভোলা জেলার ২টি উপজেলার ৪০ জন কিশোরীকে ১ মাস কারাতে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণপ্রাপ্ত কিশোরীদের মধ্যে দৌলতখান উপজেলায় ১৮ জন ও বোরহানউদ্দিন উপজেলায় ২২ জন সহ ৪০ জন প্রতিযোগি উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় উর্ত্তীণ হয়ে মঙ্গলবার বেলা ১১টায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ হলরুমে জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছে। জেলা পর্যায়ের প্রতিযোগিতায় সর্বোচ্চ সংখ্যক পদকজয়ী উপজেলা কে চ্যাম্পিয়ন এবং পর্যায়ক্রমে প্রথম ও দ্বিতীয় রানার-আপ হিসেবে ঘোষনা করা হয়। প্রতিযোগিতা শেষে প্রতিযোগিদের মাঝে সার্টিফিকেট, মেডেল এবং ট্রপি তুলে দেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহি অফিসার মুন্নী ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. মাহফুজুর রহমান, টেকনিক্যাল স্পেশালিষ্ট-এসআরএইচআর প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মো. আমির হোসেন, সাপোর্ট ইনট্রিগ্রেশন স্পেশালিষ্ট, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিইএমবি প্রকল্পের টিম ম্যানেজার জিয়াউল হক জিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, উপজেলা যুব উন্নয়ন মো.  মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা চ্যামেলি বেগম। অনুষ্ঠানটি সঞ্চালন করেন আসমা খাতুন মনিটরিং এন্ড ইভ্যালুউল কোঅডিনেটর ও রুমা বেগম উপজেলা সমন্বয়কারী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন