সুমন গাজী: প্লাষ্টিক দূষণ সমাধানে-সামিল-হই সকলে এই প্রতিপাদ্যর মধ্যো দিয়ে গাজীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকালে গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালী শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মামুনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ -পরিচালক নয়ন মিয়া। পরে প্রকৃতি ও পরিবেশ নিয়ে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা ছাত্র ছাত্রীদের মধ্যে বৃক্ষরোপনের জন্য চারা বিতরণ করা হয়।
Tags
বাংলাদেশ