Daily News BD Online

পাঁচবিবিতে এস.এম সোলাইমান আলীর মত বিনিময় সভা


পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনের আওয়ামীলীগের মনোনয়োন প্রত্যাশী এসএম সোলায়মান আলীর পক্ষে মত বিনিময় সভা ইউনিয়ন মহিলা  আওয়ামীলীগের  সভাপতি রেনুকা মার্ডীর সভাপতিত্বে  বাগজানা ইউনিয়নের  পরিষদ  চত্ত্বরে অনুষ্ঠিত হয়।

সোমবার বিকেল ৫ টায় বাগজানা  ইউনিয়ন পরিষদে তৃর্ণমূল পর্যায়ের নেতাকর্মীদের আয়োজনে ওয়ার্ড সভাপতি ছরোয়ার হোসেন স্বপনের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জয়পুরহাট-১ আসনের মনোনয়োন প্রত্যাশী এসএম সোলায়মান আলী।

এসময় বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোছা সাবিনা  চৌধুরী, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাহাদৎ হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সাবিনা চৌধুরী, মহিলা মা ও শিশু বিষয়ক সম্পাদিকা ও পৌরসভার কাউন্সিলর শামিমা সুলতানা শীতল।
আরো উপস্থিত ছিলেন বাগজানা  ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, প্যানেল চেয়ারম্যান  মোঃআরিফ হোসেন,ইউপি সদস্য নওশাদ আলী, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের তৃণমুলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন