Daily News BD Online

গাজীপুরে গেজা'র আয়োজনে বছরব্যাপী বৃক্ষরোপণ শুরু


গাজীপুর মহানগর প্রতিনিধি :

গাজীপুর এনভায়রনমেন্ট জার্নালিস্ট এসোসিয়েশন’র আয়োজনে ও নগরীর বোর্ডবাজারস্থ সুলতান জেনারেল হাসপাতালের সহযোগিতায় গাজীপুর জেলায় বছরব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) ২০২৩ইং তারিখে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় প্রাঙ্গন থেকে এ কার্যক্রম সূচনা হয়েছে। এসোসিয়েশনের প্রধন সমন্বয়ক মো. মেহেদী হাসানের সমন্বয়ে এবং বন বিষয়ক সমন্বয়ক মো: মোছাদ্দেকুর রহমান (হাজি মূছা) এর পরিচালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: নয়ন মিয়া, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মমনি উদ্দিন। কর্মসূচিতে এসোসিয়েশনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমন্বয়ক সার্বিক মো: আবুল হোসেন সবুজ, নিরাপদ খাদ্য বিষয়ক সমন্বয়ক মো: রফিকুল ইসলাম, মহাসড়ক বিষয়ক সমন্বয়ক মো: রফিকুল ইসলাম রুবেল, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয়ক মো: জাহিদ আহসান, শ্রীপুরের সমন্বয়ক মো: রফিকুল ইসলাম খান প্রমূখ। এছাড়াও কর্মসূচি উদ্ভোধনকালীন সময়ে পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বন বিষয়ক সমন্বয়ক মো: মোছাদ্দেকুর রহমান জানান, আমাদের এ কর্মসূচি চলমান থাকবে, এ সময় তিনি চলমান এ কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান।

প্রধান সমন্বয়ক মো. মেহেদী হাসান জানান, বনখেকো ইন্ডাস্ট্রিয়ালিস্টরা গাজীপুরের হাজার হাজার একর বন উজাড় করে কলকারখানা স্থাপন করেছেন যার প্রভাব আজকে আমাদের এ অঞ্চলের জলবায়ুতে পরেছে, গরমে আজ আমরা অস্থির, এ দেশ আজ বসবাসের উপযোগীতা হারাচ্ছে! আমরাতো আর বনভূমি উদ্ধার করতে পারবনা বৃক্ষরোপণ করে কিছুটা সাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছি মাত্র আমরা।

উদ্বোধক মমনি উদ্দিন জানান, নিঃসন্দেহে গেজা’র এটা একটি প্রশংসনীয় উদ্যোগ, আমি আশা করব গেজা তার ভালো উদ্যোগগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে এ সমাজের পরিবেশ ব্যবস্থায় ব্যাপক ভূমিকা পালন করবে।

প্রধান অতিথি পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: নয়ন মিয়া জানান, গেজা পরিবেশ নিয়ে কাজ করা গাজীপুর জেলার একমাত্র ইউনিক সংগঠন, ওনাদের কর্মকান্ড অত্যন্ত প্রশংসনীয়, আমি গেজা’র উত্তরোত্তর মঙ্গল কামনা করি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন