Daily News BD Online

চাঁপাইনবাবগঞ্জে মাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন


চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ থেকে আম পরিবহনের জন্য 'ম্যাংগো স্পেশাল ট্রেন' উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন চত্বরে আনুষ্ঠানিকভাবে 'ম্যাংগো স্পেশাল ট্রেন' এর উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি। নূরুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হয়েছে। ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের পর কম খরচে কম সময়ে ঢাকায় গরু পরিবহন করা যাবে। ট্রাকে করে নিলে গেলে যে খরচ হয়, তার চার ভাগের এক ভাগ খরচ হবে ক্যাটল ট্রেনে। এছাড়াও ঈদের পরে জুলাই মাসে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে বন্ধ থাকা ট্রেন চালু হবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে করোনাকালীন পরিস্থিতিতে বন্ধ হওয়া শাটল ট্রেন সেপ্টেম্বর মাসে চালু হবে।
 
পরে পতাকা উড়িয়ে ও বাঁশি বাজিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজধানী ঢাকাগামী ম্যাঙ্গো স্পেশাল ট্রেন উদ্বোধন করেন, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাংসদ ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম-পিপিএম বার। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামীলীগ ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ, রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সভায় রেল বিভাগের পশ্চিমাঞ্চলের জি.এম অসিম কুমার তালুকদার, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোঃ সাহ সুফি নূর মোহাম্মদ, পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রধান বানিজ্যিক ব্যবস্থাপক সুজিত কুমার বিশ্বাস ও পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান  রুহুল আমিন, রেলওয়ে ও জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, আমচাষী ও ব্যবসায়ীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন