Daily News BD Online

ডিসি পরিচয়ে আর্থিক সহায়তা চেয়ে প্রতারক চক্রের ফোন


নারায়ণগঞ্জে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট নারায়ণগঞ্জ জেলা প্রশাসক পরিচয় দিয়ে আর্থিক সহায়তা চেয়ে কল করছে একটি প্রতারক চক্র। এ বিষয়ে নারায়ণগঞ্জ বাসীকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষে নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ রবিন মিয়া স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভিন্ন মোবাইল নম্বরে ০১৮৮-৪৭০৬৫৯১ নম্বর থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট আর্থিক সহায়তা চেয়ে ফোন করা হচ্ছে যার সঙ্গে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কোন সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে সকলকে সতর্ক থাকাসহ কারো সঙ্গে কোন ধরনের আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন