Daily News BD Online

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১


উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার একজন। নড়াইলে ৫৫ পিস ইয়াবাসহ আসিফ মল্লিক হাসিব (৩১) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (৮ জুন) রাতে নড়াগাতী থানাধীন পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার আসিফ অত্র গ্রামের আক্তার মল্লিকের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক জনাব সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন