পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত ঘেঁষা বাগজানার মেয়ে সৃষ্টি রানী দাস জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ লোক সঙ্গীত আসরে অংশ গ্রহন করে সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে।
সৃষ্টি বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা শ্রী সম্ভু চন্দ্র দাস পেশায় কৃষক এবং মা শ্রীমতি আশা লতা রানী মোহন্ত গৃহিনী। সৃষ্টির সাফল্যে বাবা-মা আত্বীয় শিক্ষক/শিক্ষার্থী সহপাঠি এলাকাবাসী ও পরিচিত জনেরা বেশ খুশী ও আনন্দিত।
সেইসঙ্গে সঙ্গীত জীবনে আরোও ভালো কিছু অর্জন করে সৃষ্টি সবার মুখ উজ্জল করুক, এজন্য সবাই তার জন্য প্রাণ ভরে আর্শিবাদ করেন।
সৃষ্টির বাবা বলেন, মেয়ে প্রথমে নাচ শিখতো কিন্ত পরে নাচের চেয়ে গানেই তার বেশী মনোনিবেশ দেখে গানের জগতে পার করলাম। সেই থেকে আমার মেয়ের পথ চলা।
তার গানের শিক্ষক সহ আপনাদের আর্শিবাদে মেয়ে আমার ভালো কিছু করতে পেরেছে!
উপজেলা ও জেলা পর্যায়ে সৃষ্টি লোক সঙ্গীত, দেশের গান ও উচ্চাঙ্গ সঙ্গীত তিন ক্যাটাগরীতে প্রথম এরপর রাজশাহীতে বিভাগ পর্যায়ে লোক সঙ্গীত ও দেশের গানেও প্রথমস্থান অর্জন করে।
গত ৫ই জুন ঢাকায় টিচার্স ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত চুড়ান্ত পর্বে সকল বিভাগের প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথমস্থান অর্জন করে সৃষ্টি।
সঙ্গীত জগতের উজ্জল নক্ষত্র ফরিদা পারভীন সহ অসংখ্য বাউল গান, লোক সঙ্গীত ও দেশের গানের সুরকার ও রচয়িতা দু’জন বিচাকমন্ডলীর সদস্য ছিলেন।
আগামী ১৯ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচবিবির সৃষ্টি সহ অনুষ্ঠানে অংশ গ্রহন করা সকল বিজয়ীদের হাতে সম্মাননা স্বারক ও ক্রেষ্ট তুলে দিবেন।
সৃষ্টি রানী দাস বলেন, আমার বাবা-মা, গানের শিক্ষক সবার আর্শিবাদ সেই সঙ্গে কঠোর পরিশ্রম আমাকে এতদূর নিয়ে এসেছে।
সকলের আর্শিবাদ ও অনুশীলনের মাধ্যমে এগিয়ে যেতে চাই।
Tags
বাংলাদেশ