Daily News BD Online

কথা দিয়ে কথা রাখলেন ওসি আশরাফুল, ২৪ ঘন্টায় রিফাত হত্যা মামলার আসামি গ্রেফতার


মারুফ আহমেদ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ


গাজীপুর টঙ্গীতে রিফাত নামের এক যুবক নিখোঁজ হওয়ার পর গত ৬ জুন আশুলিয়া থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবার আসামি সনাক্ত করে সোহাগ এবং কাজল নামের ২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ৭ জুন নিহতের পরিবার এবং এলাকাবাসি আসামিদের দ্রুত গ্রেফতার এবং ফাসির রায় কার্যকরের দাবিতে প্রায় ১ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশ এরশাদনগর এলাকার অংশ অবরোধ করে রাখে।

এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়৷ পরে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলামের আসামিদের ২৪ ঘন্টার ভেতর গ্রেফতার এর আশ্বাসে ভুক্তভোগী স্বজন ও এলাকাবাসী মহাসড়ক থেকে সরে যান।

আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে টঙ্গী পূর্ব থানা পুলিশ এর ভার-প্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম এর তত্ত্বাবধানে টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক চৌকস অফিসার সাব্বির হোসাইন এর নেতৃত্বাধীন একটি দল মাঠে নামেন এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ২৪ ঘন্টার ভেতরই সোহাগ নামের একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন তারা।

হত্যায় অভিযুক্ত আসামি সোহাগকে ২৪ ঘন্টার ভেতর গ্রেফতার করায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয়রা লিখেছেন কথা রাখলেন ওসি আশরাফুল ইসলাম সাহেব আমরা তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এরকম প্রায় হাজারের ওপর পোস্ট ফেসবুকে করা হয়েছে ওসি আশরাফুল ইসলামকে নিয়ে।

০৮ জুন সন্ধ্যায় দক্ষিন কেরানিগঞ্জ খেজুরবাগ এলাকা থেকে সোহাগকে গ্রেফতার করেন টঙ্গী পূর্ব থানা এবং নৌ-পুলিশ ।

গ্রেফতার কৃত সোহাগ গাজীপুর টঙ্গী এরশাদ নগর ২ নং ব্লক এলাকার খোকা মিয়ার ছেলে, তার বিরুদ্ধে সিন্তাই, মাদক সহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম জানান টঙ্গী পূর্ব থানা পুলিশ এবং নৌ-পুলিশ এর যৌথ অভিযানে হত্যা মামলার প্রধান আসামি সোহাগকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে নৌ-পুলিশে সোপর্দ করা হয়েছে। এবং ২য় আসামি কাজলকে গ্রেফতার করার কাজ চলছে, খুব দ্রুত আমরা তাকেও আইনের আওতায় আনবো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন