Daily News BD Online

দেওয়ানগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেন আবুল কালাম আজাদ এমপি


ফারুক মিয়া :
“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, মানসম্মত প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার প্রাথমিক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রানালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সাংস্কৃতিক মন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি।


প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ বলেন, “জননেত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়ে কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা উন্নয়নশীল দেশ গড়ার লক্ষ্যে মিশন ও ভিশন নিয়ে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ তৈরীতে কাজ করছেন।

প্রাথমিক শিক্ষকরাই কোমলমতি শিক্ষার্থীদের আগামীদিনের স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলবে। সেজন্য আজকের এই শিক্ষার্থীদের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস শিক্ষা দিতে হবে।”

মতবিনিময় ও সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু,মডেল থানা অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক শাজাহান আকন্দ,পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য হারুনর রশীদ হারুন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা সুলতানা সহ অন্যান্য জন উপস্থিত ছিলেন। পরিশেষে এমপি সাহেবের ঐচ্ছিক তহবিল থেকে ৯৮ জন অসহায় পরিবারের মাঝে চেক বিতরণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন