Daily News BD Online

''জোছনার ফুল'' কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত


মো. জুবাইল আকন্দঃ

বর্ণবাতি সাহিত্য একাডেমি'র আয়োজনে, ''আলোকিত মানুষ চাই'' এই শ্লোগান কে সামনে রেখে পদ্মা শালিক সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ সম্পাদিত "জোছনার ফুল" যৌথ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা শুক্রবার বেলা ০৪ টায় বগুড়ার শেরপুর উপজেলাধীন ভবানীপুর ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও ছড়াকার জনাব সাহেব মাহমুদ, প্রধান অতিথি ছিলেন ভবানীপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- এম এ খালেক সম্পাদক- সাহিত্য কুঁড়ি, বগুড়া। জনাব জয়ন্ত দেব, কবি ও সংগঠক বগুড়া। জনাব সুলতান মাহমুদ রনি, আহবায়ক শেরপুর সাহিত্য চক্র, শেরপুর। জনাব মোকলেছুর রহমান, সভাপতি মনন সাহিত্য পরিষদ, ধুনট। উপস্থিত কবিদের মধ্য থেকে স্বরচিত কবিতা পাঠ করেন - রাজিবুজ্জামান রাজিব, আবু সাঈদ ফকির, মোঃ বেলাল হোসেন ফকির, মীর এনামুল হক, মোঃ আমিনূল ইসলাম, গোলাম মোস্তফা, জামিরুল আজাদ, ইমরুল হাসান কাজল,এবং সেলিম রেজা।
অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন- মোঃ আমিনূল ইসলাম, সচিব-উক্ত পরিষদ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন