Daily News BD Online

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৫নং শ্যামকুড় ইউপির ডাকাতিয়া গ্রামের, সরকারি রাস্তাৱ জমি দখল করে দুই পাশে অবৈধভাবে গড়ে উঠেছে বসত বাড়ী

 


মোঃ মশিয়ার রহমান টিংকু, মহেশপুরঃ

 
৮নং ডাতিয়া  ওয়ার্ডের ইউপিসদস্য আব্দুল মালেক মেম্বার জানান, ১৯২৫ সালের রেকর্ডে  সরকারি ম্যাপে থাকা এই রাস্তাটি ৩৫ ফুট। অথচ সরেজমিনে রাস্তা রয়ছে সাত থেকে আট ফুট। বাকি জমি দুই পাশে থাকা জমি ওয়ালারা দখল করে গড়ে তুলেছে  বসত বাড়ী। যার ফলে এখানে রাস্তাটি সরু হয়ে পড়েছে। বেপক অসুবিধা হচ্ছে জনচলাচলের।
তিনি, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, নয়ন কুমার রাজবংশী মহোদয়ের এবং উপজেলার দায়ীত্ত্বরত ভূমি কর্মকর্তা এসিল্যান্ট মহোদয়ের  হস্তক্ষেপ কামনা করছেন।
সরকারি রাস্তার জমির দুইপাশে দখল করে থাকা ভুক্তভোগীদের কাছে জানতে চাইলে তিনারা কেহ বলেন, রাস্তার পশ্চিমপার্শে রাস্তার জমি বেশী আছে। আবার কেহ বলেন পশ্চিমপার্শে অল্পকিছু জমি সরকারি রাস্তার মধ্যে পড়ে, রাস্তার বেশীরভাগ জমি পূর্বপাশে। এইনিয়ে দুইপাশের বসবাসরত জমিওয়ালাদের মাঝে বহুদিন যাবত চলছে বিরোধ।বিষয়টি দ্রুত সমাধানের প্রয়োজন বলে মনেকরছেন এলাকার সচেতনমহল।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন